হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে যা জানা জরুর

অনেকেই হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন বলে ভাবছেন।কিন্তু তার পুর্বে কিছু তথ্য জানা ভীষণ জরুরী। ট্রান্সপ্লান্ট করা খারাপ কিছু না। কিন্তু ট্রান্সপ্লান্ট করার আগে আপনাকে চুল পড়ার প্রধান কারন দূর করতে হবে। শারীরিক যে সমস্যার কারনে চুল পড়ে যাচ্ছে সেটা আগে ঠিক করে তারপর চুল প্রতিস্থাপন করলে ট্রান্সপ্লান্ট করা চুল অনেক দিন থাকবে। তা না হলে সেই চুলগুলো আবারো পড়ে যেতে পারে।সেজন্যই চুল ট্রান্সপ্লান্ট করার আগে কিছু বিষয় সম্পর্কে জানা উচিত। ব্যাক্তিগত ফেসবুক আইডিঃ https://www.facebook.com/iamsamizinc ফেসবুক পেজঃhttps://www.facebook.com/thesamizinc/

Comments