এলোভেরার জেল তৈরি করার ঘরোয়া উপায়

এলোভেরা কিভাবে ব্যাবহার করবেন জানতে দেখুন ভিডিওটি। এলোভেরার রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি এবং সি। হরমোনের সামঞ্জস্যতা ঠিক রাখে। এটি পানে হজম শক্তির জন্য উপকার এবং একই সাথে এটি কোষ্টকাঠিন্য দূর করে। অ্যালোভেরা রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। ফলে হৃদপিন্ডের স্বাস্থ্য ভালো থাকে এবং রক্ত জমাট বাধার ঝুঁকি কমে। বিভিন্ন প্রসাধনীর মূল উপাদান হলো অ্যালোভেরা। সুস্ক ত্বকের জন্য খুবই উপকারী এই ভেষজ উদ্ভিদটি। অ্যালোভেরাতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়া উপাদান। তাই কোথাও কেটে গেলে বা পুড়ে গেলে অ্যালোভেরার রস লাগালে বেশ আরাম পাওয়া যায় এবং দ্রুত ভাল হয়ে যায়। এছাড়াও অ্যালোভেরা ব্রন ও ব্রনের দাগ দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। ব্যাক্তিগত ফেসবুক আইডিঃ https://www.facebook.com/iamsamizinc ফেসবুক পেজঃ https://www.facebook.com/thesamizinc/ আমাদের নতুন আরেকটি চ্যানেল : https://goo.gl/YvGCec

Comments