আমলকীর উপকারিতা-নানা রোগের মহৌষধ আমলকী

#আমলকী স্মৃতিশক্তি বৃদ্ধি #মুখের দুর্গন্ধ দূর করে #নিয়মিত আমলকী খেলে হজমশক্তি বৃদ্ধি পায় #ক্যান্সার প্রতিরোধে আমলকী সাহায্য করে #তারুণ্য ধরে রাখতে আমলকীর ভুমিকা আছে আমলকীতে রয়েছে ভিটামিন সি ও অন্যান্য নানা পুষ্টিগুণ যা গরমে সুস্থ থাকতে ভীষণ প্রয়োজনীয়। অ্যানার্জি বাড়িয়ে দিতে এর জুড়ি নেই। ফলে কাঁচা, সেদ্ধ বা আচার যে কোনোভাবেই আমলকী খেয়ে উপকার পাবেন। এটি লিভারকে ভালো রাখতে সাহায্য করে শুধু তাই নয়, লিভারকে সুরক্ষিত রাখতেও বিশেষ ভূমিকা পালন করে। ২০১৬ সালের একটা গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন যে আমলকীর রস একটা বিশেষ ধরনের এনজাইমকে নিয়ন্ত্রনের মাধ্যমে আলঝাইমার রোগ থেকে দূরে রাখে। আলঝাইমার হলো এমন এক ধরনের রোগ যে রোগ হলে মানুষ ঠিকভাবে চিন্তা করতে পারে না, স্মরণশক্তি কমে যায় এবং মস্তিস্কের আরো অনেক ক্ষতি হয়। আরো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। ব্যাক্তিগত ফেসবুক আইডিঃ https://www.facebook.com/iamsamizinc ফেসবুক পেজঃ https://www.facebook.com/thesamizinc/ আমাদের নতুন আরেকটি চ্যানেল : https://goo.gl/YvGCec

Comments